স্থাপিত: ১৯৮৮ ইং, EIIN: ১২৪৩৬৮
ই-মেইল: haziriajschool@gmail.com
রহনপুর হাজী রিয়াজ উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। গোমস্তাপুর উপজেলা রহনপুর পৌরসভার প্রাণ কেন্দ্রে প্রায় এক একর জমির উপর বিদ্যালয়টি অবস্থিত।
২৪-০৫-১৯৮৮ ইং সালে প্রতিষ্ঠিত হয়ে শিক্ষা বিস্তারে এক বিশাল অবদান রেখেছে। যাদের একান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক উপজেলার চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক বিশ্বাস,সাবেক অধ্যক্ষ জনাব মুঃ সাঈদ আলী, জনাব মোঃ আব্দুস সামাদ আজাদ, জনাব মোঃ হায়দার আলী বিশ্বাস সহ আরও অনেকেই এছাড়া বর্তমান বিদ্যালয়ের ক্যাম্পাসটি রহনপুর বাজার নিবাসী (১) জনাব মোহাম্মদ আলী সরকার (২) জনাব মোঃ মুশা সরকার (৩) জনাব মোঃ শফিকুল আলম পিন্টু সরকার ১(এক) একর বা ০৩ বিঘা বিদ্যালয়ের নামে জমি দান করেন। তাদের সকলের অক্লান্ত চেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় ১৯৮৭ ইং সালে রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় সরকারীকরণ হওয়ার ফলে আরেকটি বিদ্যালয়ের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় ১০০ জন ছাত্র/ছাত্রী ০৭ জন শিক্ষক নিয়ে ১৯৮৮ ইং সালে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়।১৯৯১ ইং সালে ৮ম শ্রেণী স্বীকৃতি প্রাপ্ত হয়। ১৯৯২ সালে ৯ম শ্রেণী মানবিক ও বিজ্ঞান বিভাগসহ ১৯৯৩ ইং সালে ১০ম শ্রেণী স্বীকৃতি প্রাপ্ত হয় । ধীরে ধীরে বিদ্যালয়টি উন্নতির দিকে ধাপিত হয়। বর্তমানে বিদ্যালয়টির কম্পিউটার ল্যাব রয়েছে। বিদ্যালয়ে স্কাউট ও গার্লস গাইড চালু রয়েছে। তাছাড়াও ক্রীড়া সংস্কৃতিক কর্মকান্ড নিয়মিত ভাবে পরিচালিত হয়ে থাকে।