স্থাপিত: ১৯৮৮ ইং, EIIN: ১২৪৩৬৮
ই-মেইল: haziriajschool@gmail.com
আমি রহনপুর হাজী রিয়াজ উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ে ২১/০৫/১৯৯২ ইং তারিখে শিক্ষক পদে যোগদান করি। বিদ্যালয়ে যোগদান করার পর হইতে বিদ্যালয়ের উন্নয়নের জন্য এলাকাবাসী সহযোগিতা ও রাজনৈতিক নেতৃত্বে সাথে যোগাযোগ করে ১৯৯৪ ইং সালে তৎকালীন জাতীয় সংসদ সদস্য সৈয়দ মঞ্জুর হোসেনের সময় ১৯৯৪-১৯৯৫ ইং সালে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট হইতে বিল্ডিং এক তলা ৩টি রুম বিশিষ্ট কক্ষ পায়। পরবর্তিতে সাবেক জাতীয় সংসদ সদস্য ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ জনাব মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাসের আমলে ২০১৮-২০১৯ ইং সালে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ৩ তলা বিশিষ্ট বিল্ডিং নির্মিত হয়। বর্তমান ম্যানেজিং কমিটি সহযোগিতা ও সর্বপরি আমার সহকর্মীবৃন্দের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন ও অবকাঠামো সুন্দর হওয়ায় আমি তাদের কাছে কৃতজ্ঞ।
প্রধান শিক্ষক
মোহাঃ রফিকুল ইসলাম
রহনপুর হাজী রিয়াজ উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়
রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।