স্থাপিত: ১৯৮৮ ইং, EIIN: ১২৪৩৬৮
ই-মেইল: haziriajschool@gmail.com
মরহুম হাজী রিয়াজ উদ্দীন সরকার এর সুযোগ্য ৩ পুত্র (১) জনাব মোহাম্মদ আলী সরকার (২) জনাব মোঃ মুশা সরকার (৩) জনাব মোঃ শফিকুল আলম পিন্টু সরকার। ১৯৮৮ ইং সালে তার পিতার নামে রহনপুর হাজী রিয়াজ উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের জমি দান করেন এবং তৎকালীন সময়ে বিল্ডিং তৈরীর ব্যাপারে অর্থসহ সার্বিক সহযোগিতা করেন। সমাজে তাদের অনেক অবদান রয়েছে। ২৪/০৫/১৯৮৮ ইং সালে স্থাপিত হয়ে শিক্ষা বিস্তারে এক বিশাল অবদান রেখে গেছেন, যাদের একান্ত প্রচেষ্টায় অত্র বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল খালেক বিশ্বাস, সাবেক অধ্যক্ষ জনাব মুঃ সাঈদ আলী, জনাব মোঃ আব্দুস সামাদ আজাদ, জনাব মোঃ হায়দার আলী বিশ্বাস, তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হক। তাদের সকলের অক্লান্ত চেষ্টায় ও এলাকাবাসীর সহযোগীতায় ১০০ জন ছাত্র/ছাত্রী ও ০৭ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু হয় । ১৯৯১ ইং সালে ৮ম শ্রেণী স্বীকৃতি লাভ করে। ১৯৯২ ইং সালে ৯ম শ্রেণী বিজ্ঞান বিভাগসহ স্বীকৃতি লাভ করে এবং ১৯৯৩ ইং সালে ১০ম শ্রেণী স্বীকৃতি প্রাপ্ত হয়। ধীরে ধীরে বিদ্যালয়টি উন্নতির দিকে ধাবিত হয়। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীর সংখ্যার ৪৫০ জন। বিদ্যালয়ে গার্লস গাইড ও স্কাউট চালু রয়েছে। ক্রীড়া ও সংস্কৃতি কর্মকান্ড নিয়মিতভাবে পরিচালিত হয়ে থাকে।